আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০২:৪৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০২:৪৯:৫৭ অপরাহ্ন

বিচারকপুত্র খুন

আরএমপি কমিশনারকে আদালতে হাজিরের নির্দেশ



রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) খুনের ঘটনার প্রধান ও একমাত্র অভিযুক্ত মো. লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। তবে তখন তিনি পুলিশ হেফাজতে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 
 
বিষয়টি নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
 
শনিবার (১৫ নভেম্বর) এ নির্দেশ জারি করেন আদালত। দুপুরে রাজশাহী মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আগামী ১৯ নভেম্বর আদালতে উপস্থিতির তারিখ ধার্য করা হয়েছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708