মহান বিজয় উপলক্ষে খেলাধুলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের শীবপুর ঢাকা-রাজশাহী মহাসড়কের দক্ষিণ পাশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে মাঠে দৌড় প্রতিযোগিতা সহ নানা খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থী, মধ্যবয়সী ও বৃদ্ধরা অংশগ্রহণ করেন।
জায়গীরপাড়া–হাটশিবপুর এলাকাবাসীর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং বানেশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামী যুববিভাগের সভাপতি হাসান আল মামুন, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারী সোলাইমান আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ৪ নাম্বার ওয়ার্ড সভাপতি মো: শামিম হাসান, সেক্রেটারি বুলবুল হোসেন, ৪ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি ইজাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান বিজয়, ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষকদলের ৪ নং ওয়ার্ড সভাপতি আমির হামজা, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, আদর্শ চাষী ক্লাবের খেলার মাঠের পরিচালক বাসার হোসেন বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ যুবসমাজ ও এলাকার সাধারণ বাসিন্দারা।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ সমাজকে খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আসাদুল ইসলাম।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi