ঢাকা , শনিবার, ০৩ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
৯ ঘণ্টা ধরে কোস্ট গার্ড টেকনাফ ও সেন্টমার্টিন স্টেশন টিম পৃথক এই অভিযান চালায়।

টেকনাফ নাফ নদীতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড।

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

 

সোনালী রাজশাহী ডেস্ক: কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড। শাহপরীর দ্বীপের কাছে নাফ নদীর মোহনা ও রঙ্গীখালী নাফ নদী সংলগ্ন খড়ের দ্বীপে পৃথক অভিযানে ওই ছয়জনকে আটক করা হয় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. মোহাম্মদ মহিউদ্দিন জামান আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত ৯ ঘণ্টা ধরে কোস্ট গার্ড টেকনাফ ও সেন্টমার্টিন স্টেশন টিম পৃথক এই অভিযান চালায়।

কোস্টগার্ডের দাবি, আটকের সময় ১৪টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ৪৮৬ রাউন্ড গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে।

আজ দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লে. মোহাম্মদ মহিউদ্দিন জামান এসব তথ্য জানান।

মহিউদ্দিন জামান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশনের টিম নাফ নদীর মোহনায় একটি সন্দেহভাজন ট্রলারকে ধাওয়া করলে তা নাফ নদীর ভেতরে রংগীখালী এলাকায় বিচ্ছিন্ন খড়ের দ্বীপে ঢুকে পড়ে। এ সময় কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের আরেকটি টহল টিম অভিযানে যোগ দেয়। পরে কোস্ট গার্ডের যৌথ টহল টিম রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। তারা সবাই রোহিঙ্গা এবং টেকনাফ ও উখিয়ায় অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।’

ব্রিফিংয়ে মহিউদ্দিন আরও জানান, আটকদের দেওয়া তথ্যমতে, খড়ের দ্বীপে প্যারাবনের মধ্যে চিরুণি অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি শর্টগান, ছয়টি দেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন চারটি, তাজা গোলা ৪৫০ রাউন্ড, ফাঁকা গোলা ৩৬ রাউন্ড ও চারটি রামদা জব্দ করা হয়।

এ ছাড়া বিশ হাজার পিস ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যান বিয়ার, ডাকাতি কাজে ব্যবহৃত সাত সেট পোশাক, একটি হ্যান্ডকাফ, ল্যান্ড ফোন ও চারটি বাটন মোবাইল জব্দ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

৯ ঘণ্টা ধরে কোস্ট গার্ড টেকনাফ ও সেন্টমার্টিন স্টেশন টিম পৃথক এই অভিযান চালায়।

টেকনাফ নাফ নদীতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড।

আপডেট সময় ০৭:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

 

সোনালী রাজশাহী ডেস্ক: কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড। শাহপরীর দ্বীপের কাছে নাফ নদীর মোহনা ও রঙ্গীখালী নাফ নদী সংলগ্ন খড়ের দ্বীপে পৃথক অভিযানে ওই ছয়জনকে আটক করা হয় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. মোহাম্মদ মহিউদ্দিন জামান আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত ৯ ঘণ্টা ধরে কোস্ট গার্ড টেকনাফ ও সেন্টমার্টিন স্টেশন টিম পৃথক এই অভিযান চালায়।

কোস্টগার্ডের দাবি, আটকের সময় ১৪টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ৪৮৬ রাউন্ড গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে।

আজ দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লে. মোহাম্মদ মহিউদ্দিন জামান এসব তথ্য জানান।

মহিউদ্দিন জামান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশনের টিম নাফ নদীর মোহনায় একটি সন্দেহভাজন ট্রলারকে ধাওয়া করলে তা নাফ নদীর ভেতরে রংগীখালী এলাকায় বিচ্ছিন্ন খড়ের দ্বীপে ঢুকে পড়ে। এ সময় কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের আরেকটি টহল টিম অভিযানে যোগ দেয়। পরে কোস্ট গার্ডের যৌথ টহল টিম রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। তারা সবাই রোহিঙ্গা এবং টেকনাফ ও উখিয়ায় অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।’

ব্রিফিংয়ে মহিউদ্দিন আরও জানান, আটকদের দেওয়া তথ্যমতে, খড়ের দ্বীপে প্যারাবনের মধ্যে চিরুণি অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি শর্টগান, ছয়টি দেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন চারটি, তাজা গোলা ৪৫০ রাউন্ড, ফাঁকা গোলা ৩৬ রাউন্ড ও চারটি রামদা জব্দ করা হয়।

এ ছাড়া বিশ হাজার পিস ইয়াবা, ২১ বোতল বিদেশি মদ, ৫৫১ ক্যান বিয়ার, ডাকাতি কাজে ব্যবহৃত সাত সেট পোশাক, একটি হ্যান্ডকাফ, ল্যান্ড ফোন ও চারটি বাটন মোবাইল জব্দ করা হয়।