ঢাকা , রবিবার, ০৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

ভ্যানচালকের কাছ থেকে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সোনালী রাজশাহী নিউজ: রোববার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালকের কাছ থেকে  ২ কোটি টাকার সোনা উদ্ধার করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকৃত ভ্যানচালক মো  শাহাবুল মিয়া তিনি  জীবননগর পৌর এলাকার সদরপাড়ার মৃত মকছেদ মন্ডলের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, অবৈধভাবে জীবননগর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া বিজিবির একটি টহল দল জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি ভ্যান সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। ভ্যানটি দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয় বিজিবি সদস্যরা। এ সময় ভ্যানচালকের শরীর তল্লাশি করে কোনো সোনার বার না পেলেও ভ্যানের সিটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০টি সোনার বার উদ্ধার করা হয়।

মাসুদ পারভেজ রানা বলেন, উদ্ধার স্বর্ণের বারগুলোর ওজন ২.৩৩ কেজি। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে স্বর্ণ চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হবে জীবননগর থানায়। উদ্ধার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ভ্যানচালকের কাছ থেকে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

আপডেট সময় ১০:২৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
সোনালী রাজশাহী নিউজ: রোববার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালকের কাছ থেকে  ২ কোটি টাকার সোনা উদ্ধার করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকৃত ভ্যানচালক মো  শাহাবুল মিয়া তিনি  জীবননগর পৌর এলাকার সদরপাড়ার মৃত মকছেদ মন্ডলের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, অবৈধভাবে জীবননগর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া বিজিবির একটি টহল দল জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি ভ্যান সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। ভ্যানটি দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয় বিজিবি সদস্যরা। এ সময় ভ্যানচালকের শরীর তল্লাশি করে কোনো সোনার বার না পেলেও ভ্যানের সিটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০টি সোনার বার উদ্ধার করা হয়।

মাসুদ পারভেজ রানা বলেন, উদ্ধার স্বর্ণের বারগুলোর ওজন ২.৩৩ কেজি। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে স্বর্ণ চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হবে জীবননগর থানায়। উদ্ধার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।