ঢাকা , রবিবার, ০৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

রাজধানীতে পরিবহনে চাঁদাবাজি চক্রের ১৬ জন আটক

সোনালী রাজশাহী ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও কোতোয়ালি এলাকা থেকে ১৬ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

আটকরা হলেন—জসিম (৪১), সোহেল (২৭), মোক্তার হোসেন (৩১), জুলহাস মিয়া (৪৩), মোহাম্মদ আলী (২১), মাহমুদুল রহমান মিদুল (১৯), রাকিব (২২), মানিক (৩০), মিঠু (২৪), রুবেল (২২), শুভ (২৫), শাহিন হোসেন (২৫), ইমন (২৪), জুবায়ের প্রধান (২১), দুলাল (৪৮) ও নজরুল ইসলাম (২১)।

গতকাল মঙ্গলবার র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন তাদেরকে আটকের বিষয়টি জানান।

তিনি জানান, ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় ১০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি কাঠের লাঠি, ১১টি মোবাইল ও আদায়কৃত চাঁদা নগদ ৬ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া ঢাকার কোতোয়ালি থানাধীন আহসান উল্লাহ রোড, বাদামতলী ও ওয়াজঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় আরো ছয় জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি রিসিট বই, ছয়টি মোবাইল ও আদায় করা চাঁদা নগদ ৬ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

রাজধানীতে পরিবহনে চাঁদাবাজি চক্রের ১৬ জন আটক

আপডেট সময় ০২:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

সোনালী রাজশাহী ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও কোতোয়ালি এলাকা থেকে ১৬ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

আটকরা হলেন—জসিম (৪১), সোহেল (২৭), মোক্তার হোসেন (৩১), জুলহাস মিয়া (৪৩), মোহাম্মদ আলী (২১), মাহমুদুল রহমান মিদুল (১৯), রাকিব (২২), মানিক (৩০), মিঠু (২৪), রুবেল (২২), শুভ (২৫), শাহিন হোসেন (২৫), ইমন (২৪), জুবায়ের প্রধান (২১), দুলাল (৪৮) ও নজরুল ইসলাম (২১)।

গতকাল মঙ্গলবার র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন তাদেরকে আটকের বিষয়টি জানান।

তিনি জানান, ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় ১০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি কাঠের লাঠি, ১১টি মোবাইল ও আদায়কৃত চাঁদা নগদ ৬ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া ঢাকার কোতোয়ালি থানাধীন আহসান উল্লাহ রোড, বাদামতলী ও ওয়াজঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় আরো ছয় জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি রিসিট বই, ছয়টি মোবাইল ও আদায় করা চাঁদা নগদ ৬ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি