ঢাকা , শনিবার, ০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

রাজশাহীতে চালু হলো ‘রাজ তিলক’ সিনেমা হল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রায় এক যুগ পর  নগরীর উপকণ্ঠ কাটাখালী বাজারে অনুষ্ঠনিকভাবে উদ্বোধন করা হলো ‘রাজ তিলক’ সিনেমা হলের। উদ্বোধনীর দিনে ‘হাওয়া’ সিনেমা প্রদর্শন করা হয়।

এর আগে ২০১২ সালে ‘কমন জেন্ডার’ সিনেমা চলাকালে শহরের অদূরে পবার কাটাখালী বাজারের পুরনো রাজ তিলক হলটি বন্ধ হয়ে যায়।

রাজ তিলক সিনেমা হলের প্রডাকশন ম্যানেজার সাজ্জাদ হোসেন সাগর বলেন, হলটি বন্ধের পর মো. রুম্মান নামের একজন কিনে নেন। কিন্তু তিনিও হলটি চালু রাখতে পারেননি। দীর্ঘ দিন এমন অবস্থায় পড়ে ছিল। এবার তার কাছ থেকে আমি হলটি নিয়ে চালুর উদ্যোগ নেন। হলটি নতুন করে চালু করা হয়েছে। আজ হাওয়া সিনেমা প্রদর্শন হয়েছে। বিকেলের শো দিয়ে হলটি চালু হলো। প্রায় ১২ বছর পর এই হলের পর্দা উন্মোচন হলো। প্রথম দিনে ভালো দর্শক হয়েছে। আশা করছি আগামীতে ভালো চলবে। প্রথম শোতে ৫০৮টি সিটের প্রায় সবগুলোই ফুল ছিলো।

এদিকে, দীর্ঘদিন পর হল পেয়ে বেশ উচ্ছ্বসিত রাজশাহীবাসী। একটু দূরে হলেও হলে গিয়ে সিনেমা দেখেছেন তারা।

নগরীর  এলাকার থেকে সিনেমা দেখতে  আসা একজন বলেন  হাওয়া দেখার জন্য রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সেই হাওয়া আজকে রাজশাহীতে দেখার সুযোগ মিললো। এর আগে সিনেপ্লেক্স এসেছে। তবে সেখানে আমাদের মত ছাত্রদের দেখার সুযোগ ছিলো না। কারণ টিকিটের দাম আনেক বেশি। তাই আজকে এখানে এসে সিনেমা দেখলাম।

 আনেক আগে সিনেমা দেখেছি। আবারও দেখতো পাবো বলে আশা করিনি। তবে আজ যখন শুরু হলো এখানে সিনেমা দেখতে আসলাম। বেশ ভালো লেগেছে 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

রাজশাহীতে চালু হলো ‘রাজ তিলক’ সিনেমা হল

আপডেট সময় ০১:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রায় এক যুগ পর  নগরীর উপকণ্ঠ কাটাখালী বাজারে অনুষ্ঠনিকভাবে উদ্বোধন করা হলো ‘রাজ তিলক’ সিনেমা হলের। উদ্বোধনীর দিনে ‘হাওয়া’ সিনেমা প্রদর্শন করা হয়।

এর আগে ২০১২ সালে ‘কমন জেন্ডার’ সিনেমা চলাকালে শহরের অদূরে পবার কাটাখালী বাজারের পুরনো রাজ তিলক হলটি বন্ধ হয়ে যায়।

রাজ তিলক সিনেমা হলের প্রডাকশন ম্যানেজার সাজ্জাদ হোসেন সাগর বলেন, হলটি বন্ধের পর মো. রুম্মান নামের একজন কিনে নেন। কিন্তু তিনিও হলটি চালু রাখতে পারেননি। দীর্ঘ দিন এমন অবস্থায় পড়ে ছিল। এবার তার কাছ থেকে আমি হলটি নিয়ে চালুর উদ্যোগ নেন। হলটি নতুন করে চালু করা হয়েছে। আজ হাওয়া সিনেমা প্রদর্শন হয়েছে। বিকেলের শো দিয়ে হলটি চালু হলো। প্রায় ১২ বছর পর এই হলের পর্দা উন্মোচন হলো। প্রথম দিনে ভালো দর্শক হয়েছে। আশা করছি আগামীতে ভালো চলবে। প্রথম শোতে ৫০৮টি সিটের প্রায় সবগুলোই ফুল ছিলো।

এদিকে, দীর্ঘদিন পর হল পেয়ে বেশ উচ্ছ্বসিত রাজশাহীবাসী। একটু দূরে হলেও হলে গিয়ে সিনেমা দেখেছেন তারা।

নগরীর  এলাকার থেকে সিনেমা দেখতে  আসা একজন বলেন  হাওয়া দেখার জন্য রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সেই হাওয়া আজকে রাজশাহীতে দেখার সুযোগ মিললো। এর আগে সিনেপ্লেক্স এসেছে। তবে সেখানে আমাদের মত ছাত্রদের দেখার সুযোগ ছিলো না। কারণ টিকিটের দাম আনেক বেশি। তাই আজকে এখানে এসে সিনেমা দেখলাম।

 আনেক আগে সিনেমা দেখেছি। আবারও দেখতো পাবো বলে আশা করিনি। তবে আজ যখন শুরু হলো এখানে সিনেমা দেখতে আসলাম। বেশ ভালো লেগেছে