ঢাকা , বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম ::
একনেকে ১১ হাজার কোটি টাকার বেশি ব‍্যয়ে ১৮ প্রকল্পের অনুমোদন রাসিকের বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকে পক্ষে ভোট চেয়ে পথসভা রাজশাহী মহানগরীতে হেরোইনসহ ১ জন গ্রেফতার রাজশাহীতে কেক কাটার মধ্য দিয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডিএনসিসি এলাকাতে দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ” চিফ হিট অফিসার ”   পুঠিয়া থানায় বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেফতার বৃক্ষরোপণ করতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ক্রিকেটারদের  চিন্তাচেতনায় পরিবর্তনে মনোবিদ নিয়োগ দিচ্ছে বিসিবি আফগানিস্তানের বিপক্ষে  টেস্ট সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

রাজশাহীর বাঘায় আঙুর ফল চাষ করে সফল কলেজ শিক্ষার্থী মেহেদী

আব্দুল কাদের নাহিদ,বাঘা:  আম চাষের পাশাপাশি রাজশাহীতে ব্যাপকভাবে আঙুর ফল চাষের স্বপ্ন দেখছেন মেহেদী হাসান। পরিকল্পনা অনুযায়ী ফলাফলও ভাল পেয়েছেন। গাছে গাছে আঙুর ফলের যেমন ফলন হয়েছে তেমনি মিষ্টি হওয়াতে দিগুন উৎসাহ বেড়েছে  চাষি মেহেদির।

রাজশাহীর বাঘা উপজেলায় বসত বাড়িতে আঙুর ফল চাষ করে সফলতার পর এবার ২০ শতাংশ জমিতে ভারতীয় মিষ্টি আঙুর ফলের চারা রোপন করেছেন চাষি মেহেদি হাসান। উপজেলার ছাতারি গ্রামের মৃত ইমাম আলীর ছেলে মেহেদি হাসান। ২০১৭ সালে রাজশাহী কোর্ট কলেজ থেকে (সমাজবিজ্ঞান) বিভাগে অনার্স পাশের পর থেকে কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টায় নিয়োজিত হোন মেহেদি।

মেহেদি হাসান জানান, এক বছর আগে মাত্র ১৫ টি আঙুর ফলের চারা রোপন করেছিলেন বাড়ির আঙিনায় ফল মিষ্টি হচ্ছে দেখে এবার চাষ বৃদ্ধি করেছেন। স্থানীয় আরেক উদ্যোক্তা তারিফুন্নাবি তারিফ ও মেহেদি দুজন মিলে আঙুর ফলের চাষ সম্প্রসারণ করার লক্ষে এক সাথে কাজ করছেন । এ বছর বাগানের প্রতিটিা গাছে ১৫-২০ কেজি ফলের আশা করছেন তিনি।
মোট ৭০ গাছে এ বছর আঙুর এর ফলন পেয়েছেন মেহেদি গাছে ফল ধরা পর্যন্ত মোট খরচ হয়েছে ৮০ হাজার টাকা। ফল বিক্রির আশা করছেন ২ লক্ষ ৪০ হাজার টাকার। কৃষি অফিসের সহযোগিতে পেলে সামনে আরোও  এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন মেহেদি। জৈষ্ঠের মাঝামাঝি সময়ে ফল সম্পুর্ন পাকবে।

মেহেদির বাড়িতে এখন নিয়মিত উপজেলার বিভিন্ন এলকা থেকে লোকজন  বাড়িতে আসছেন আঙুর ফল দেখার জন্য স্থানীয় শহিদুল ইসলাম বলেন, আমাদের দেশে আমাদের গ্রামের এমন মিষ্টি আঙুর খেয়ে আমি আশাবাদি আমের পাশাপাশি আমারও চেষ্টা করবো এর চাষ কারা জন্য।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য কৃষি অফিস সব সময় আন্তরিক বাঘা উপজেলার মাটি ফল চাষের জন্য উপযোগি মেহেদীর আঙুর ফল চাষাবাদে আগামীতে সব ধরনে সহযোগতা প্রদান করা হবে বলে জানান।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একনেকে ১১ হাজার কোটি টাকার বেশি ব‍্যয়ে ১৮ প্রকল্পের অনুমোদন

রাজশাহীর বাঘায় আঙুর ফল চাষ করে সফল কলেজ শিক্ষার্থী মেহেদী

আপডেট সময় ০৯:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
আব্দুল কাদের নাহিদ,বাঘা:  আম চাষের পাশাপাশি রাজশাহীতে ব্যাপকভাবে আঙুর ফল চাষের স্বপ্ন দেখছেন মেহেদী হাসান। পরিকল্পনা অনুযায়ী ফলাফলও ভাল পেয়েছেন। গাছে গাছে আঙুর ফলের যেমন ফলন হয়েছে তেমনি মিষ্টি হওয়াতে দিগুন উৎসাহ বেড়েছে  চাষি মেহেদির।

রাজশাহীর বাঘা উপজেলায় বসত বাড়িতে আঙুর ফল চাষ করে সফলতার পর এবার ২০ শতাংশ জমিতে ভারতীয় মিষ্টি আঙুর ফলের চারা রোপন করেছেন চাষি মেহেদি হাসান। উপজেলার ছাতারি গ্রামের মৃত ইমাম আলীর ছেলে মেহেদি হাসান। ২০১৭ সালে রাজশাহী কোর্ট কলেজ থেকে (সমাজবিজ্ঞান) বিভাগে অনার্স পাশের পর থেকে কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টায় নিয়োজিত হোন মেহেদি।

মেহেদি হাসান জানান, এক বছর আগে মাত্র ১৫ টি আঙুর ফলের চারা রোপন করেছিলেন বাড়ির আঙিনায় ফল মিষ্টি হচ্ছে দেখে এবার চাষ বৃদ্ধি করেছেন। স্থানীয় আরেক উদ্যোক্তা তারিফুন্নাবি তারিফ ও মেহেদি দুজন মিলে আঙুর ফলের চাষ সম্প্রসারণ করার লক্ষে এক সাথে কাজ করছেন । এ বছর বাগানের প্রতিটিা গাছে ১৫-২০ কেজি ফলের আশা করছেন তিনি।
মোট ৭০ গাছে এ বছর আঙুর এর ফলন পেয়েছেন মেহেদি গাছে ফল ধরা পর্যন্ত মোট খরচ হয়েছে ৮০ হাজার টাকা। ফল বিক্রির আশা করছেন ২ লক্ষ ৪০ হাজার টাকার। কৃষি অফিসের সহযোগিতে পেলে সামনে আরোও  এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন মেহেদি। জৈষ্ঠের মাঝামাঝি সময়ে ফল সম্পুর্ন পাকবে।

মেহেদির বাড়িতে এখন নিয়মিত উপজেলার বিভিন্ন এলকা থেকে লোকজন  বাড়িতে আসছেন আঙুর ফল দেখার জন্য স্থানীয় শহিদুল ইসলাম বলেন, আমাদের দেশে আমাদের গ্রামের এমন মিষ্টি আঙুর খেয়ে আমি আশাবাদি আমের পাশাপাশি আমারও চেষ্টা করবো এর চাষ কারা জন্য।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য কৃষি অফিস সব সময় আন্তরিক বাঘা উপজেলার মাটি ফল চাষের জন্য উপযোগি মেহেদীর আঙুর ফল চাষাবাদে আগামীতে সব ধরনে সহযোগতা প্রদান করা হবে বলে জানান।