ঢাকা , শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীর পবায় স্কুল ছাত্রীর শরীরে পেট্রোল নিক্ষেপ বিসিক শিল্প এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে লিটন এর মতিবিনিময় রাজশাহীতে নার্সদের ৫ দফা দাবিতে মানববন্ধন বগুড়ায় নাহিদ হত্যা মামলার ৫ আসামী পুঠিয়ায় গ্রেফতার রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কুস্তি প্রতিযোগিতা ফাইনালে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সেক্টর আন্ত: ব্যাটালিয়ন ধূমপানের অভ্যাসে দাঁতের ক্ষয় , সুরক্ষায় যা করবেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, নেতৃবৃন্দের সাথে লিটনের মতবিনিময় সভা তানোর উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

স্মার্ট সিটি গড়তে চাই মেয়র আতিক

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

সোনালী রাজশাহী ডেস্ক : স্মার্ট বাংলাদেশ গড়তে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) আগে স্মার্ট সিটি করতে চান মেয়র আতিকুল ইসলাম। এ জন্য তিনি প্রবাসীদের সহায়তা চাইলেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে আধুনিক নগরের প্রশিক্ষণ নিতে ডিএনসিসির একটি টিম এখন ফ্লোরিডার মায়ামিতে। মেয়রের নেতৃত্বে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও ট্যাক্স আদায়সহ আধুনিক নগর গড়ায় বেশকিছু বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন উত্তর সিটির সর্বোচ্চ কর্মকর্তা আর কয়েকজন


স্থানীয় সময় রোববার (২২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট অফিস আয়োজিত মায়ামি ও এর আশপাশে বসবাসরত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি।

এ আয়োজনে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও ছিলেন মায়ামি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী আর শিক্ষকরা। এ অনুষ্ঠানে দেশের হয়ে কাজ করার কথা জানান মায়ামি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা।


মেয়র আতিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন; সে লক্ষ্যে আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকেই তা শুরু করতে চাই।’ এ জন্য প্রবাসীদের সহায়তা চাইলেন মেয়র আতিক।


ট্রাফিক ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা পরিবেশ নিয়ে কাজ করা এসব মেধাবী জানালেন বাংলাদেশ নিয়ে তাদের আগ্রহের কথা। সুযোগ পেলে নিজের মেধা আর অভিজ্ঞতা দেশের জন্য কাজে লাগাতে চান তারা।

শিক্ষার্থীরা বলেন, এখানকার পরিবেশের সঙ্গে বাংলাদেশের পরিবেশের অনেক মিল আছে। পরিবেশের সঙ্গে সম্পর্কিত অনেক সমস্যার ক্ষেত্রেও এ দুই জায়গায় অনেক মিল রয়েছে। মিয়ামি তাদের এ সংকট মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, সেটা পর্যালোচনা করে বাংলাদেশের জন্য আমাদের রিসোর্সটা কাজে লাগানো যেতে পারে।

পরে ঢাকা উত্তরের মেয়র জানান, যেকোনো পরামর্শ দিয়ে স্মার্ট সিটি গড়তে প্রবাসীদের পাশে চান তিনি। তাদের মেধার যোগ্য সম্মান দেয়ারও আশ্বাস দেন তিনি।

অদূর ভবিষ্যতে ডিএনসিসিকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার কথাও জানান আতিকুল ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

রাজশাহীর পবায় স্কুল ছাত্রীর শরীরে পেট্রোল নিক্ষেপ

স্মার্ট সিটি গড়তে চাই মেয়র আতিক

আপডেট সময় ০২:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

সোনালী রাজশাহী ডেস্ক : স্মার্ট বাংলাদেশ গড়তে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) আগে স্মার্ট সিটি করতে চান মেয়র আতিকুল ইসলাম। এ জন্য তিনি প্রবাসীদের সহায়তা চাইলেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে আধুনিক নগরের প্রশিক্ষণ নিতে ডিএনসিসির একটি টিম এখন ফ্লোরিডার মায়ামিতে। মেয়রের নেতৃত্বে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন ও ট্যাক্স আদায়সহ আধুনিক নগর গড়ায় বেশকিছু বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন উত্তর সিটির সর্বোচ্চ কর্মকর্তা আর কয়েকজন


স্থানীয় সময় রোববার (২২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট অফিস আয়োজিত মায়ামি ও এর আশপাশে বসবাসরত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি।

এ আয়োজনে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও ছিলেন মায়ামি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী আর শিক্ষকরা। এ অনুষ্ঠানে দেশের হয়ে কাজ করার কথা জানান মায়ামি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা।


মেয়র আতিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন; সে লক্ষ্যে আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকেই তা শুরু করতে চাই।’ এ জন্য প্রবাসীদের সহায়তা চাইলেন মেয়র আতিক।


ট্রাফিক ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা পরিবেশ নিয়ে কাজ করা এসব মেধাবী জানালেন বাংলাদেশ নিয়ে তাদের আগ্রহের কথা। সুযোগ পেলে নিজের মেধা আর অভিজ্ঞতা দেশের জন্য কাজে লাগাতে চান তারা।

শিক্ষার্থীরা বলেন, এখানকার পরিবেশের সঙ্গে বাংলাদেশের পরিবেশের অনেক মিল আছে। পরিবেশের সঙ্গে সম্পর্কিত অনেক সমস্যার ক্ষেত্রেও এ দুই জায়গায় অনেক মিল রয়েছে। মিয়ামি তাদের এ সংকট মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, সেটা পর্যালোচনা করে বাংলাদেশের জন্য আমাদের রিসোর্সটা কাজে লাগানো যেতে পারে।

পরে ঢাকা উত্তরের মেয়র জানান, যেকোনো পরামর্শ দিয়ে স্মার্ট সিটি গড়তে প্রবাসীদের পাশে চান তিনি। তাদের মেধার যোগ্য সম্মান দেয়ারও আশ্বাস দেন তিনি।

অদূর ভবিষ্যতে ডিএনসিসিকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার কথাও জানান আতিকুল ইসলাম।