নাটোরে অ্যাম্বুলেন্সে গাঁজা বহনের সময় দুই মাদকারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০১-১২-২০২৩ ০২:৫০:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১২-২০২৩ ০২:৫০:১৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় অ্যাম্বুলেন্স থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা বাজার থেকে তাদেরকে আটক করা হয়।আটক দুই জন হলেন, অ্যাম্বুলেন্স চালক মাদক ব্যবসায়ী কামরুল হাসান (২০)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ইব্রাহিম আলীর ছেলে। আরেকজন মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম(৪০)। তিনি রংপুর জেলার ইসলামপুর এলাকার লিয়াকত আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকদিন থেকে সিংড়া উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা বাজারে চেকপোষ্ট পরিচালনা করা হয়। এ সময় কুড়িগ্রাম থেকে পাবনা অভিমুখে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সকে চ্যালেঞ্জ করে নাটোরের খেজুরতলা বাজারে চেকপোস্ট দাঁড় করানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালিয়ে রোগীর সিটের নিচ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জিল্লুর রহমান আরও জানান, এ ঘটনায় চালক কামরুল হাসান ও রবিউল ইসলাম নামে দুই জনকে আটক করা হয়। এ বিষয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স