বিনোদন ডেস্ক
আপলোড সময় :
০৪-১২-২০২৩ ০২:২১:১২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৩ ০২:২১:১২ পূর্বাহ্ন
আমাদের প্রতিনিধি হয়ে উনি (ফেরদৌস) সংসদে যাবেন বলে আশা করছি। বিজয়ী হয়ে আমার কথাগুলো উনি সংসদে বলবেন
আমি এফডিসিকে সাজাতে চাই। এই কথাটা প্রথম থেকে বলে আসছি। আমার মনে হয় না, এজন্য আমাকে সংসদে যেতে হবে এবং মনোনয়ন নিতে হবে। শিল্পী সমিতিতে আসার পর সব জায়গা থেকে আমাকে যে পরিমাণ স্পেস দেওয়া হচ্ছে, সেদিক থেকে আমাদের একজন প্রতিনিধি যদি সংসদে বসেন তাতেই আমি খুশী হবো।
আমাদের প্রতিনিধি হয়ে উনি (ফেরদৌস) সংসদে যাবেন বলে আশা করছি। বিজয়ী হয়ে আমার কথাগুলো উনি সংসদে বলবেন।” এই কথাগুলো চিত্রনায়িকা নিপুন আক্তারের। যিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, তার প্যানেলের সভাপতি ইলিয়াস কাঞ্চন। কাঞ্চন-নিপুনের এই প্যানেল থেকে গত শিল্পী সমিতির নির্বাচনে কার্য নির্বাহি পদে জয়ী হয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস।
এবার নায়ক ফেরদৌস ‘ঢাকা ১০’ আসন থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। সমিতির পক্ষে ফেরদৌসকে নিপুন এসব কথা বলেছেন। ফেরদৌসের নির্বাচনে অংশগ্রহণ ঘিরে নানাভাবেই তার সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন। এই সাফল্যে ফেরদৌসকে সংবর্ধনা দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) বিএফডিসিতে এই সংবর্ধনা দেওয়া হবে বলে জানান সাধারণ সম্পাদক নিপুন আক্তার। তিনি বলেন, ফেরদৌস ভাই আমাদের প্রতিনিধি। তিনি আমাদের প্যানেলের হয়ে শিল্পী সমিতির নির্বাচন করেছিলেন। আজ তিনি এমপি প্রার্থী হয়েছেন। আশা করি তিনি বিজয়ী হবেন। আমরা শিল্পী সমাজ তার সঙ্গে আছি। প্রচারণা শুরু হলে আমরা তার হয়ে প্রচারেও অংশ নেব। তথ্য: চ্যানেল আই অনলাইন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স