ট্রাক পোড়ানো মামলার প্রধান আসামি গ্রেফতার
নিউজ ডেস্ক
আপলোড সময় :
০৫-১২-২০২৩ ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-১২-২০২৩ ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় অগ্নিসংযোগ করে ট্রাক পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম মো. মন্টু (৪৮)। তিনি পুঠিয়ার তারাপুর কারিকরপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। পুঠিয়া থানার নাশকতা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি তিনি।
র্যাব জানিয়েছে, সোমবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুঠিয়ার মাইপাড়া এলাকায় সংস্থাটি অভিযান চালায়। এসময় মো. মন্টুকে গ্রেফতার করা হয়। তিনি পুঠিয়া থানার মামলা নং-২৮, তারিখ ৩০/১১/২০২৩, ধারা- দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৭৪ এর ১৫(৩)/২৫-ডি, জিআর নং-২৮৩ এর এজাহারনামীয় পলাতক আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মো. মন্টু এ মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি গত ২৯ নভেম্বর পুঠিয়ার তারাপুর বাজার এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে ট্রাকে আগুন দিয়ে নাশকতামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স