রাবির ময়মনসিংহ জেলা সমিতির নেতৃত্বে শাখাওয়াত-আল আমিন
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৮-১২-২০২৩ ০৬:২৫:২১ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১২-২০২৩ ০৬:২৫:২১ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: শাখাওয়াত হোসেনকে সভাপতি এবং উর্দু ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর মো: আল আমিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ৫.৩০ টায় সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। সমিতির উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন কমিটির ঘোষণা করেন। সমিতির সাধাারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আশেক মাহমুদ ধ্রুব-র সঞ্চালনায় এবং সভাপতি মো: জাহাঙ্গীর আলম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।
দুপুর ২ টায় অনুষ্ঠান শুরু হয়ে নবীন শিক্ষার্থীদের বরণ এবং পরবর্তীতে প্রবীণদের বিদায় পর্ব শুরু হয়। এসময় বক্তারা সমিতির ভবিষ্যত সফলতা কামনা করেন এবং সকলে জেলা সমিতির সাথে থেকে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমিতির উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা,প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুস সোবহান, হিসাবিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো: কামরুল হাসান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শংকর সাহা, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের পরিচালক(প্রশাসন) মো: নিয়ামুল করিম ও রোটারিয়ান এম. এ মান্নান প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স