রাবির আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর মরদহে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১০-১২-২০২৩ ০৬:১৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১২-২০২৩ ০৬:১৬:৩৯ অপরাহ্ন
এনামুল হক রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শামসুজ্জোহা হল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হলের ১৮৪ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. ফুয়াদ আল ফতিব (২৩) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সে শিক্ষার্থী। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের আমিনুল ইসলাম সাজুর ছেলে।
হল সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষে নিজের সিটে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ফুয়াদ। পরে সহপাঠীরা বুঝতে পেরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এমনকি, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স