গোদাগাড়ী উপজেলা পরিষদের জায়গায় অবৈধ ভবন নির্মাণ, গুড়িয়ে দিলো চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১১-১২-২০২৩ ০৭:১৭:২০ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১২-২০২৩ ০৭:১৭:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের জায়গায় অবৈধ ভাবে ভবন নির্মাণকাজ করায় বাধা প্রদান করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান।
আজ সোমবার ১১ ডিসেম্বর দুপুরে উপজেলা চেয়ায়ম্যান জনাব জাহাঙ্গীর আলম নির্মাণকাজ চলা অবস্থায় বাধা দিয়ে কাজ বন্ধ করে, নির্মাণ কাজ গুড়িয়ে দেয়।
জানা যায়, গত চার থেকে পাঁচ দিন যাবত গোদাগাড়ী উপজেলা পরিষদের জায়গায় ভবন নির্মাণের কাজ শুরু করেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি । সে উপজেলা প্রশাসনের অনুমতি ছারায় তার কাজ চালিয়ে যাচ্ছিল। সোমবার দুপুরে চেয়ারম্যান জানতে পেরে নির্মাণ কাজ বাধা প্রদান করেন ।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা পরিষদের জায়গায় আমাকে না জানিয়ে অবৈধভাবে ভবন নির্মাণ কাজ করছিল, এমত অবস্থায় আমি জানতে পেরে সে কাজে বাধা প্রদান করে কাজ বন্ধ করেছি। তিনি আরও বলেন আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাকে কোনরকম অবগত না করে অবৈধভাবে ভবন নির্মাণ করা এ সাহস তারা পায় কোথায়, এটা অনেক বড় দু:সাহসের ব্যাপার।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলাম জানান উপজেলা পরিষদের জায়গায় কাওকে না জানিয়ে অবৈধভাবে ভবন নির্মাণ কাজ করছিল, খবর পেয়ে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স