রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আপলোড সময় :
১১-১২-২০২৩ ১১:৫৮:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১২-২০২৩ ১১:৫৮:৪২ অপরাহ্ন
রাজশাহী: রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২.০০ টায় রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মো সাইফুর রহমান, পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন প্রকার দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় । সাধারণ জনগণ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিক তাদের প্রত্যাশিত সেবা পায়, তা নিশ্চিতকরণের নির্দেশ এ সভায় দেওয়া হয়।
বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার দিকনির্দেশনা প্রদান করা হয়। এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায়, সেদিকের প্রতি লক্ষ্য রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। মাদক, জঙ্গিবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদারকরনের জন্য নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশ দেওয়া হয়।
সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী , গোদাগাড়ী-তানোর সার্কেল এএসপি জনাব সোহেল রানা সহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স