রাজশাহী রেঞ্জ পুলিশ কাবাডি টুর্নামেন্ট-২০২৩-এর ফাইনাল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
আপলোড সময় :
১৩-১২-২০২৩ ১০:৫৫:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-১২-২০২৩ ১০:৫৫:৩৬ পূর্বাহ্ন
রাজশাহী: রাজশাহী রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১২ই ডিসেম্বর ২০২৩ খ্রি. অপরাহ্ণে রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ পুলিশ কাবাডি টুর্নামেন্ট-২০২৩-এর ফাইনালে রাজশাহী জেলা পুলিশ চ্যাম্পিয়ন হওয়ায় তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর সুযোগ্য পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম। তা ছাড়া প্রদান অতিথি মহোদয় সেরা খেলোয়াড়-সহ অন্যান্য খেলোয়াড় ও খেলা পরিচালনাকারীদের মধ্যে নানাধরনের পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, এ প্রতিযোগিতায় রানার আপ হয় বগুড়া জেলা পুলিশ। রাজশাহী জেলা পুলিশ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় ৮ টি জেলা অংশগ্রহণ করেছে। তবে রাজশাহী জেলা পুলিশ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।
রাজশাহী রেঞ্জ পুলিশ কাবাডি টুর্নামেন্ট-২০২৩ রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় তার বক্তব্যে বলেন, রাজশাহী রেঞ্জের প্রতিটি কাবাডি টিম ভালো এবং প্রতিটি তাদের সেরা নৈপূন্য প্রদর্শনের চেষ্টা করেছে। রাজশাহীর সুযোগ্য পুলিশ সুপার সভাপতির বক্তব্যে বলেন, যে-কোনো ক্রীড়াই দেহ-মনে সতেজতা আনয়ন করে। ক্রীড়া মনে অনাবিল আনন্দের সৃষ্টি করে। তাই আমাদের সব খেলায় অংশগ্রহণ করা উচিত।
তিনি রাজশাহী জেলা পুলিশের কাবাডি টিম-কে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও পেশাদারিত্বের সাথে কাবাডি অংশগ্রহণের জন্য জয়ী ও বিজিত টিমকে অনুপ্রেরণা প্রদান করেন। এই সময় জেলার পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স