শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গোদাগাড়ী থানা পুলিশের পুষ্পস্তবক অর্পণ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৪-১২-২০২৩ ০৩:০২:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১২-২০২৩ ০৩:০২:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আজ ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’। বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বর শহিদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন।
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগমুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই দিনে হত্যা করা হয়। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালায়। দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসে দিনটি কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মতিন শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার, ফোর্স, নারী পুলিশ সদস্য ও অফিসে কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স