রাজশাহী বাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা- বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান
আরিফ হোসেন
আপলোড সময় :
১৫-১২-২০২৩ ০৯:৫৫:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১২-২০২৩ ০৯:৫৫:২৮ অপরাহ্ন
বাঙালী জাতির অহংকারের দিন ১৬ ই ডিসেম্বর । বছর ঘুরে আবারও বাঙালী জাতির মাঝে এসেছে অহংকার ও বিজয়ের মহান দিন ১৬ ডিসেম্বর ।
হাজার বছরের ইতিহাসে বাঙালি তার আত্মপরিচয়, স্বাধীনতা ও স্বাধীন পতাকা পেয়েছিল এই দিনে।
১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। দীর্ঘ প্রায় ৯ মাসের সশস্ত্র যুদ্ধ শেষে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী।
১৯৭১ সালে পহেলা ডিসেম্বর থেকে শত্রুমুক্ত শুরু হতে থাকে বাংলাদেশের আনাচে-কানাচে । জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব মাতৃভূমির ভূখন্ড সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। এক রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীনতায় পূর্ণতা পায় বাঙালী জাতি।
১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব- মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ আর তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স