স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশকে অন্যদিকে নিয়ে যেতে চায় : রাবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৬-১২-২০২৩ ০২:২৮:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১২-২০২৩ ০২:২৮:২৩ অপরাহ্ন
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, 'স্বাধীনতার পরাজিত শক্তিরা এখনো সক্রিয় আছে। তারা এ দেশকে অন্যদিকে নিয়ে যেতে চায়। বাঙালি জাতি যতদিন জাগ্রত থাকবে, আমরা যতদিন জাগ্রত থাকবো,
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অভীষ্ট লক্ষ্যে যতদিন এগুতে থাকবো ততদিন এ দেশ পথ হারাবে না৷' আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৭ টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন৷
উপাচার্য বলেন, 'বাঙালি জাতি যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তৎকালীন তথাকথিত পরাক্রমশালী পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে আজকের এই ১৬ ডিসেম্বরে আমাদের বিজয়কে সুনিশ্চিত করেছি। বঙ্গবন্ধুর দেখানো সেই পথেই বঙ্গবন্ধু কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে আজ সকাল সোয়া ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেন সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭ টার দিকে বঙ্গবন্ধু ম্যুরাল এবং ৮ টার দিকে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় সাবাস বাংলাদেশ মাঠে বিজয় দিবস প্যারেড, বিকেল ৩ টায় আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
এর আগে দিবসের প্রথম প্রহরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ, বিভিন্ন জেলা সমিতি ও সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়৷ এদিকে প্রশাসনের পর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইন্সটিটিউট, অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকেও শিক্ষক-শিক্ষার্থীরা এখানে ফুল দিতে এসেছেন৷
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স