রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা
নিউজ ডেস্ক
আপলোড সময় :
১৭-১২-২০২৩ ১১:৩৬:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১২-২০২৩ ১১:৩৬:৪২ অপরাহ্ন
নিউজ ডেস্ক:১৭ ডিসেম্বর ২০২৩ রাজশাহী জেলা পুলিশ লাইনস্ ড্রিল শেডে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে ‘মহান বিজয় দিবস-২০২৩’ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাজশাহী রেঞ্জ পুলিশের মান্যবর ডিআইজি জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা অর্জন করে।
’৭১’র রক্তক্ষয়ী সংগ্রামে বাংলাদেশ পুলিশের ভূমিকা স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের বীর সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহন করে অনেকে শহীদ, আহত এবং অনেকে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য খেতাবপ্রাপ্ত হন। তাদের এই অবদানকে স্মরণীয় করে রাখার জন্য রাজশাহী জেলায় বসবাসরত ২৩ জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
তাদেরকে সম্মাননা তুলে দেন মাননীয় ডিআইজি মহোদয়। এসময় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স