রায়গঞ্জের বিভিন্ন হাটবাজারে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা
আপলোড সময় :
২০-১২-২০২৩ ০৫:২৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১২-২০২৩ ০৫:২৯:৩২ অপরাহ্ন
রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট বাজারের দোকানগুলোতে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সকাল থেকে সন্ধা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা।
প্রকৃতির নিয়ম অনুযায়ী পৌষ ও মাঘ মাস শীতকাল হলেও বাংলাদেশে কার্তিক মাসের মাঝামাঝি থেকেই শীতের আগমনী বার্তা শুরু হয়ে যায়। সেই শীত মোকাবেলায় লেপ-তোশক তৈরির ধূম পরে যায় উপজেলার বিভিন্ন দোকানে দোকানে। এর মাঝে ব্যবসায়ীরা গ্রাহকের চাহিদা অনুযায়ী লেপ-তোশক তৈরি করে গোডাউনে রাখছেন বিক্রির আশায়। এ সব পণ্য বছরের অন্য সময় বিক্রি কম হলেও শীত মৌসুমে বিক্রি কয়েক গুন বেড়ে যায় বলছেন উপজেলার লেপ-তোশক কারিগররা।
বর্তমান বাজারে কম্বলের তুলনায় লেপ-তোশকের দাম কম হওয়ায় এবার চাহিদা অনেকটাই বেশি বলছেন উপজেলার অধিকাংশ ব্যবসায়ীরা।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স