সিরাজগঞ্জে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
আপলোড সময় :
২৩-১২-২০২৩ ০৮:০৪:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১২-২০২৩ ০৮:০৪:৩৩ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার প্রশাসনের সাথে এবং ৬ টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী ৩০ জন প্রার্থীর সাথে ও আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাগণের সাথে এবং প্রিজাইজিং অফিসারগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে এবং বেলা ১২টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করা হয়।
উক্ত ২টি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন - বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সভায় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আনিসুর রহমান বিপিএম(বার)পিপিএম (বার), রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল ( বিপিএম বার পিএমবার) ,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম স সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ টি.এম সোহেল প্রমুখ।
এসময়ে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সকল উপজেলার নির্বাহী অফিসার, সকল থানার অফিসার ইনচার্জ নির্বাচন কর্মকর্তা ও জেলার সকল প্রিজাইডিং অফিসারগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করা হয় ।
সভায় আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন কার্যক্রম সম্পন্নকরণে দিক নির্দেশনামূলক মত বিনিময় করা হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়াম মত বিনিময় শেষে প্রিজাইডিং অফিসারগণদের প্রাথমিক প্রশিক্ষন দেওয়া হয়। মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স