1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শবনম বুবলীর নতুন ছবি ‘পুলসিরাত’

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ২৪-১২-২০২৩ ০২:০৩:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১২-২০২৩ ০২:০৩:১৫ অপরাহ্ন
শবনম বুবলীর নতুন ছবি ‘পুলসিরাত’

বিনোদন ডেস্ক: আরেকটি নতুন ছবিতে যুক্ত হলেন ঢালিউড কুইন শবনম বুবলী । ব্যক্তিজীবনে নানাবিধ জটিলতায় আছেন তিনি। তবুও একের পর এক সিনেমায় কাজ করছেন। যেমনটা দেখা যায় না ঢালিউডে।


শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরের পর সোশ্যাল হ্যান্ডেল মারফত খবরটি তিনি নিজেই প্রকাশ্যে আনলেন। ছবির নাম ‘পুলসিরাত’। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করবেন রাখাল সবুজ। প্রযোজনায় মীর জাহিদ হাসান। বর্তমানে কাজ করছেন ‘মায়া: দ্য লাভ’ নামের একটি সিনেমায়। যেটার পরিচালক জসিম উদ্দিন জাকির আর নায়ক জিয়াউল রোশান।

এই ব্যস্ততার ফাঁকে নতুন আরেকটি ছবিতে যুক্ত হলেন বুবলী। সিনেমাটির ঘোষণা দিয়ে বুবলী বললেন, “আমার নতুন ছবি ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।” তবে এই ছবিতে বুবলীর সঙ্গে কে থাকছেন, সেটা এখনও জানা যায়নি। নির্মাতা-প্রযোজকও আপাতত এ বিষয়ে চুপচাপ রয়েছেন।

বুবলীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত কোরবানির ঈদে। এ উৎসবে তার অভিনীত চয়নিকা চৌধুরীর নির্মাণে ‘প্রহেলিকা’ ও সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবি দুটি মুক্তি পায়। ছবিগুলো ভালো সাড়া পেয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ