নিয়ামতপুরে নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু
আপলোড সময় :
২৪-১২-২০২৩ ০৫:৫৫:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১২-২০২৩ ০৫:৫৯:২৫ অপরাহ্ন
নিয়ামতপুর (নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ রোববার (২৪ ডিসেম্বর ) সকাল ৯ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের আয়োজনে, "ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) " এর বাস্তবায়নে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ এর উদ্বোধন করেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান জাহাঙ্গীর কবির , উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় স্কুল মাদ্রাসা ও কারিগরির অষ্টম ও নবম বিষয় ভিত্তিক ৭৮৭ জন ইআইআইএন-ধারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে এ শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শিক্ষকদের সাত দিনের এ প্রশিক্ষণ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স