মেহেরপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, চালক ও এক শিশু আহত
নিউজ ডেস্ক
আপলোড সময় :
২৫-১২-২০২৩ ১২:২৪:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-১২-২০২৩ ১২:২৪:৫৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক: ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে মেহেরপুরের গাংনীতে শ্যামলী পরিবহনের একটি বাস খাদে পড়ে বাসের চালক ও এক শিশু আহত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাতে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে শ্যামলী পরিবহনের একটি বাস।
ভোরে ঘন কুয়াশা থাকায় বাসটি ছাতিয়ান নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তারে পাশের প্রায় ২০ ফুট গর্তে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন বাসের যাত্রীদের উদ্ধার করে। আহত অবস্থায় বাসের চালক ও এক শিশুকে হাসপাতালে নেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স