গোদাগাড়ীতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করায় অর্থদন্ড ও ক্যাম্প অপসারণ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৬-১২-২০২৩ ০৭:২১:২০ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১২-২০২৩ ০৭:২১:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী আচরণ বিধি বহির্ভূতভাবে ক্যাম্প স্থাপন করায় রাজশাহী গোদাগাড়ীতে আর্থিক জরিমানাসহ ৬টি ক্যাম্প অপসারণ করা হয়েছে।
সোমবার উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে আর্থিক জরিমানা করেন রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান। রাজশাহী-১ আসনের গোদাগাড়ী উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন এর বামনাইল এলাকায় নৌকা প্রতীকের সমর্থিত মো: রাজু সরকার নামের ব্যাক্তিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এছাড়াও কাকনহাট পোরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৬৬ ধারা অনুযায়ী ৩ জনকে ৩টি মামলায় মোট ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও অতিরিক্ত ৬ টি ক্যাম্প অপসারণসহ বিধি বহির্ভূত দুই শতাধিক পোস্টার অপসারণ করা হয়
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স