নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে গোদাগাড়ীর বিভিন্ন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৭-১২-২০২৩ ১২:৪৫:৫৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-১২-২০২৩ ০১:৩৯:২১ পূর্বাহ্ন
আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে 'নির্বাচন কমিশন'
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদেরকে মূল দায়িত্ব পালন করতে হবে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার রাজশাহী মহোদয় গোদাগাড়ী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও স্বাভাবিক রাখার লক্ষ্যে অত্র থানার অন্তর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ভোটাররা স্বাধীনভাবে যেন তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ ভাবে ভোট প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারী রাখা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামিম আহমেদ , পুলিশ সুপার জনাব সাইফুর রহমান, গোদাগাড়ী সার্কেল এএসপি সোহেল রানা, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম,
ওসি আব্দুল মতিন, জেলা গোয়েন্দা পুলিশ,রিটার্নিং অফিসার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স