ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান, আইনশৃঙ্খলা রক্ষায় সব করবে পুলিশ: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৭-১২-২০২৩ ০১:৩১:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৭-১২-২০২৩ ০১:৩১:৫৭ পূর্বাহ্ন
আগামী ৭ ই জানুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন আইনশৃঙ্খলা রক্ষায় সব করবে পুলিশ। তাই ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে বনানী মডেল স্কুলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আইজিপি মহাদয় বলেন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের জন্য নির্বাচন কমিশনের নির্দেশমতে পুলিশ কাজ করবে ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে যা করা দরকার সব করবে পুলিশ।
সব রকমের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। থাকবে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক সাপোর্ট। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো নাশকতামূলক কাজ প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।
গুটিকয়েক যারা বিশৃঙ্খলা করছে তাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো প্রয়াস আমরা ব্যর্থ করে দিয়েছি। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আমরা। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আমরা।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স