মারা গেলেন সাবেক ফুটবলার রতন কর্মকার
বিনোদন ডেস্ক
আপলোড সময় :
১২-০১-২০২৪ ১২:৫৪:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-০১-২০২৪ ১২:৫৪:৫৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ফুটবল টিমের সাবেক খেলোয়ার রতন কর্মকার ।
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাতে শহরের কেপি বসু সড়কের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
তিনি ঝিনাইদহ সোনালী অতীত ক্লাবের সভাপতি ছিলেন । তার মৃত্যুতে ঝিনাইদহ ও ঢাকার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। রতন কুমার কর্মকার ঝিনাইদহ শহরের বাজার পাড়ার রণজিৎ কর্মকারের ছেলে।
তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু মহল রেখে গেছেন।
ঝিনাইদহের সোনালী দিনের আলোকিত ফুটবলার রতন কুমার ঢাকার মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন। তিনি ঢাকার আজাদ স্পোর্টিং ক্লাব, বিআরটিসি ও ওয়ান্ডার্স ক্লাবসহ বিভিন্ন ফুটবল টিমে খেলেছেন। তার ছোট ভাই অমল কুমার কর্মকার গনমাধ্যমকে জানান বৃহস্পতিবার বিকেলে খুবই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৭টার দিকে মারা যান।
শুক্রবার দুপুর ১২টার দিকে মহিষাকন্ডু শ্মশানে তার মেজ ভাইয়ের শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স