রায়গঞ্জে ঠান্ডায় অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ গুলো
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১২-০১-২০২৪ ০২:২০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০১-২০২৪ ০২:২০:৫৬ অপরাহ্ন
রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ পৌষের শেষ প্রান্তে এসে সিরাজগঞ্জের রায়গঞ্জে বেড়েছে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা। ফলে অসহায় হয়ে পড়েছে উপজেলার নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে নদী পাড়ের মানুষগুলো।
গতকাল দুপুরের পর একটু সূর্যের আলো দেখা গেলেও প্রায় সারাদিনই কমবেশী ঠান্ডা অনুভূত হয়েছে। এ অবস্হায় শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষজন প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে পড়েছেন বিপাকে। তাছাড়া সময় মতো কাজে বের হতেও পারছে না।
উপজেলার হাটকান্দা গ্রামের কয়েকজন অটোভ্যান চালকের সাথে কথা হলে তারা জানান, ঠান্ঠা বাতাস আর কনকনে শীতে ভ্যান চালাতেও কস্ট হয়। তার পরেও পেটের তাগিদে চালাতে হচ্ছে। উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের অসহায় দরিদ্র ইনসাব আলি জানান, কয়েকটি ছাগলের উপর আমি নির্ভরশীল।
এই ঠান্ডাতে না পাড়ছি কিছু করতে না পারছি ছাগল গুলোকে খাওয়াতে। ফলে চরম বিপাকে আছেন বলে জানান তিনি। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত আবহাওয়ার তথ্য সূত্রে জানা যায়, এমন ঠান্ডা আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স