লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৬-০১-২০২৪ ০২:১৮:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০১-২০২৪ ০২:১৮:৩২ অপরাহ্ন
নিউজ ডেস্ক: লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রী জীবনের প্রথম দিনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা যদি সবাই আন্তরিকভাবে কাজ করি, তবে কোনো কিছুই অসম্ভব নয়। পাঁচ থেকে পাঁচশ বেডে (বার্ন ইউনিট) উন্নীত করতে আমার অনেক কষ্ট হয়েছে। প্রথম প্রথম আমি অনেকের কাছে গিয়েছি। আমাকে অনেকে ফিরিয়ে দিয়েছেন, এমনকি আমার ফাইল ছুড়ে মেরেছে এরকম ঘটনাও আছে। কিন্তু আমি ধৈর্য ধরেছি। সবার সহযোগিতা পেয়েই এ জায়গায় এসেছি।’
ডা. সামন্ত লাল সেন বলেন, যেসব হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নেই সেগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য আমি চেষ্টা করবো। ওটা করতে পারলে ঢাকা শহরে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে না। আমি প্রত্যেকটা হাসপাতালে যাবো। কী কী সমস্যা আছে, জানবো। তারপর আমি একটা কর্মপরিকল্পনা করবো
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স