চলন্ত ট্রেনে কিশোরীকে ধর্ষণ, রেলওয়ে কর্মচারী গ্রেফতার
নিউজ ডেস্ক
আপলোড সময় :
১৭-০১-২০২৪ ০৭:১১:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০১-২০২৪ ০৭:১১:০৩ অপরাহ্ন
লালমনি এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে লালমনিরহাট রেলওয়ে কর্মচারী আক্কাছ গাজীকে (৩২) হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানায় মামলা করেছে রেলওয়ে পুলিশ। এর আগে সকালে লালমনি এক্সপ্রেস চলন্ত ট্রেনের খ বগির ৭ নং কেবিনে ওই শিশু ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত রেলওয়ে কর্মচারী আক্কাছ গাজী রবিশাল সদরের পাতাং এলাকার মৃত বজলু গাজীর ছেলে। তিনি লালমনিরহাট রেলওয়ের ক্যারেজ এন্ড ওয়াগান ডিপোতে ভারপ্রাপ্ত এটেনডেন্ট হিসেবে কর্মরত আছেন।
মামলার বিবরণে জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ জেলার ট্রেনে না উঠে ভুলবশত লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে ভুক্তভোগী স্কুলছাত্রী। টিকিট চেকিংয়ের সময় টিকিট না পাওয়ায় তাকে এটেনডেন্ট আক্কাছ গাজী তার কক্ষে নিয়ে যায়। এক পর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে বুধবার সকাল ৮টার দিকে কেবিনে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে এটেনডেন্ট আক্কাছ গাজী।
পরে কিশোরীর চেঁচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাছ গাজীকে হাতেনাতে আটক করে। সূত্র সময় সংবাদ
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স