দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের মৃত্যুতে,বিএফইউজেওডিইউজের শোক
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৭-০১-২০২৪ ০৭:৪০:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০১-২০২৪ ০৭:৪০:০১ অপরাহ্ন
দৈনিক দিনকাল-পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও পিআইবির সাবেক মহাপরিচালক ড. রেজওয়ান সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।
আজ বুধবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে ভারপ্রাপ্ত সভাপতি রফিক মোহাম্মদ ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, ড. রেজোয়ান সিদ্দিকীর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তিনি আমৃত্যু গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করে গেছেন।
তিনি ছিলেন একাধারে সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক। দীর্ঘ সাংবাদিকতার জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে তিনি জায়গা করে নিয়েছেন পেশার উচ্চ শিখরে। ড. রেজোয়ান সিদ্দিকী সাংবাদিকদের মর্যাদা ও অধিকারের প্রশ্নেও ছিলেন আপসহীন।
নেতৃবৃন্দ বলেন, কর্তব্যপরায়ণ ও সত্যনিষ্ঠ এ কলম সৈনিকের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক বুদ্ধিজীবীকে হারালো। নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স