স্ট্রোক করে রাবি অধ্যাপক শামসুজ্জোহা এছামীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৯-০১-২০২৪ ০৮:২৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০১-২০২৪ ০৮:২৬:৩৮ অপরাহ্ন
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা এছামী মৃত্যুবরণ করেছেন।
আজ শুক্রবার(১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । এর আগে দুপুরের দিকে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রামেক এ ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
আজ রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তিনি ২০০২ সালের ৩০ ডিসেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও প্রফেসর মো. হুমায়ুন কবীর।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি শিক্ষা ও গবেষণায় অধ্যাপকের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স