নিয়ামতপুরে মজুদ বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২২-০১-২০২৪ ০৯:০৯:০১ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০১-২০২৪ ০৯:০৯:০১ অপরাহ্ন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে ধান-চাল মজুদ করার অপরাধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে অভিযানে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা বাজারে জাহাঙ্গীর শেখকে ৮০ হাজার ও সন্ধ্যায় নিমদীঘি বাজারে রুহুল আমিনকে ১ লক্ষ টাকা জরিমানা করেন ইউএনও(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপম কুমার দাস।
ইউএনও(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপম কুমার দাস বলেন, অবৈধভাবে ধান ও চাল মজুদের সংবাদ পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আজ দু'জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং দুই দিনের মধ্যে ধান বিক্রি করতে বলা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, গোয়েন্দা সংস্থার সদস্য ও থানা পুলিশের সদস্যগণ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স