পথরোধ করে রাবি শিক্ষককে মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
আপলোড সময় :
২৭-০১-২০২৪ ০৬:৫৪:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০১-২০২৪ ০৬:৫৪:৫৬ অপরাহ্ন
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষককে পথরোধ করে মারধর ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে
'শিক্ষক লাঞ্ছনা আর না আর না', 'দৃষ্টান্তমূলক শাস্তি চাই', 'শিক্ষকের গায়ে হাত কেনো প্রশাসন জবাব চাই', 'ছাত্র সমাজ জেগে উঠো শিক্ষক কেনো নির্যাতিত', 'শিক্ষক তোমার ভয় নাই ছাত্র সমাজ ঘুমায় নাই', 'দুবৃত্তদের কালো হাত ভেঙ্গে দেও গুরিয়ে দাও',
ইত্যাদি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মানবন্ধন করেন শিক্ষার্থীরা। মানবন্ধনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. সোলায়মান চৌধুরী বলেন, এই ঘটনা খুবই নিন্দাজনক। আমরা এসব কখনো কামনা করি না। আমাদের আর কোনো শিক্ষক শিক্ষার্থী যেন আর এই রকম আক্রমণের শিকার না হয়আমি প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি। আমরা মনে যেন ধারন করতে পারি আমরা আইনের শাসনের মধ্যে আছি ।
একই বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী প্রান্ত বড়ুয়া বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড ভাঙার লড়াইয়ে নেমেছে কিছু এক দল কুরুচিপূর্ণ মানুষ। আমরা প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষক কিংবা সাধারন শিক্ষার্থীকে লাঞ্ছনা করা না হয় সেই ব্যবস্থা করা হোক।
হামলা ও মারধরের বিরুদ্বে নিন্দা জানিয়ে মাস্টার্সের শিক্ষার্থী সুরুজ সরদার বলেন, আমাদের শিক্ষকের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করা হয়েছে এটা আমাদের জন্য লজ্জানক। আমাদের শিক্ষকের ওপর অতর্কিত হামলার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী তুষার আহমদের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে নগরীর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেইন গেটের বিপরীত পাশে ভুক্তভোগী শিক্ষককে পথরোধ করে মারধরের অভিযোগ উঠে। এ ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী শিক্ষক।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স