1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে এনামুল হকের খুলনা

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ২৯-০১-২০২৪ ১১:৩৮:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০১-২০২৪ ১১:৩৮:৫৯ অপরাহ্ন
ঢাকাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে এনামুল হকের খুলনা ছবি সংগৃহীত




খেলাধুলা: চট্টগ্রামকে হারিয়ে আসর শুরু করে খুলনা রূপসা পাড়ের দলটি জয়ের ধারা অব্যাহত রেখেছে দুর্দান্ত ঢাকার বিপক্ষেও। এনামুল হক বিজয় ও আফিফ হোসেনের অবিচ্ছিন্ন জুটিতে ঢাকাকে হারিয়েছে ১০ উইকেটে।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে নেমে ১৪.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে খুলনা। ব্যাটে ঢাকার শুরুটা ভালোই হয়েছিল।


উদ্বোধনী জুটিতে নাঈম শেখ ও সাইম আইয়ুব মিলে তোলেন ৭৫ রান। নবম ওভারের শেষ বলে নাঈম ফিরে যান চারটি ছক্কা ও দুই চারে ২১ বলে ৪১ রান করে। পরের ওভারে সাইমের উইকেটও হারায় ঢাকা। ৩৭ বলে ৩৫ রান করেন সাইম। দুই ওপেনারকে হারানোর পর ধস নামে ঢাকার ব্যাটিং লাইন আপে।

অ্যালেক্স রোস ও আরাফাত সানি ছাড়া আর কোনো ব্যাটার পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। ১৪ বলে ২১ রান করেন রোস। সানি করেন ১৪ বলে ১৫ রান। খুলনার হয়ে মোহাম্মদ নাওয়াজ নেন তিনটি উইকেট। মুকিদুল ইসলাম অঙ্কন ও মোহাম্মদ ওয়াসিম নেন দুটি করে। এছাড়া দাসুন শানাকা ও আফিফ হোসেন নেন একটি করে উইকেট।


জবাবে খুলনাকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার এভিন লুইস ও এনামুল হক বিজয়। ৪.৩ ওভারে দলীয় ৫০ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ওঠে যান লুইস।


তার আগে ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, ছিল দুটি ছক্কা ও তিনটি চারের মার। পরে বিজয় ও আফিফের অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে জয় নিশ্চিত করে খুলনা। চারটি চার ও দুই ছক্কায় ৪৮ বলে ৫৮ রান করেন বিজয়। একটি চার ও তিন ছক্কায় ২৭ বলে ৩৭ রান করেন আফিফ ।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ