শীতার্তদের মাঝে ৫শ কম্বল বিতরণ রাবি ছাত্রলীগের
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
৩০-০১-২০২৪ ১২:১৮:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০১-২০২৪ ১২:১৮:৩১ অপরাহ্ন
রাবি প্রতিনিধি: শীতার্তদের মাঝে ৫শ কম্বল বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্ত্বরের এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা.আনিকা ফারিহা জামান অর্ণা।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দরিদ্র ও ছিন্নমূল ৫শ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ছাত্রলীগের ইতিহাস মানুষ ও দেশের সেবা করা। বর্তমানের তীব্র শীতে দরিদ্র মানুষের অবস্থা যবুথবু তাই তাদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সর্বদা কাজ করে যাবো।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স