পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস, ১৫ পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
নিউজ ডেস্ক
আপলোড সময় :
০২-০২-২০২৪ ০৯:৩০:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০২-২০২৪ ০৯:৩০:১০ অপরাহ্ন
নিউজ ডেস্ক: নওগাঁয় পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে বিভিন্ন মেয়াদে ১৫ পরীক্ষার্থীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন অবস্থায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার দায়ে তাদের এ সাজা দেওয়া হয়। মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় ৩ জনকে আটক করে। তাদের দণ্ড দেয়া হয়।
এর মধ্যে মিরপুর আত্রাইয়ের মো. রবিউল ইসলামকে ১০ দিন, দেলুয়াবাড়ির মো. মিঠুনকে ১ মাস. চৌবাড়িয়ার মো. সুলতানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শহীদ কামারুজ্জামান কেন্দ্র, টেক্সটাইল কেন্দ্র, মান্দা থেকে ১ জন করে মোট ২ জনকে আটক করা হয়।
এরা হলেন মো. নাইমুর রহমান ও মো. মোস্তাফিজুর বিন আমিন। তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জারজিস আলমকে ১০দিন, মো. ফজলে রাব্বি মণ্ডলকে ১ মাস, মো. নুর আলমকে ৭ দিন, মো. জামাল উদ্দিনকে ১০ দিন, মো. আব্দুল্লাহ সাইরাফিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বদলগাছি উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়কেন্দ্রে একজনকে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিএমসি কলেজ কেন্দ্র থেকে ২ জনকে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। চক এনায়েত উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
পাহাড়পুর জিএম হাই স্কুল কেন্দ্রে ১ জনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের আওতাধীন জেলাগুলোয় আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫ হাজার ৩৩ জন
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স