সরকারী পণ্য অবৈধ ভাবে মজুদ করে গোপনে বিক্রয়, গ্রেফতার ১
নিউজ ডেস্ক
আপলোড সময় :
০৩-০২-২০২৪ ০৭:৩০:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০২-২০২৪ ০৭:৩০:৫৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক: অসাধু ব্যবসায়ীরা সরকারি বিক্রয় নিষিদ্ধ পন্য মজুদ করে অধিক মুল্য গোপনে বিক্রয় করে আসছে। বাংলাদেশ সরকার সুলভ মূল্য টিসিবি পন্য জনসাধারণের মধ্যে দীর্ঘদিন হতে বিতরন করে আসছে।
কিছু অসাধু ব্যবসায়ী আর্থিক লাভের উদ্দেশ্য সরকারের এই উদ্যেগকে নষ্ট করার পায়তারা করে আসছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপস্থিত লোকজনের সহায়তায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ১৬.০০ ঘটিকা হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার সিংড়া থানাধীন বিলদহর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে (ক) টিসিবি তেল-৩৫০ লিটার তেলসহ আসামী মোঃ শাহ আলম (২৪), পিতা -মৃত মোঃ আব্দুস সালাম, সাং-বিলদহর, থানা-সিংড়া, জেলা-নাটোর’কে গ্রেফতার করে। সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন হতে বিভিন্ন স্থানের টিসিবির ডিলাদের নিকট হতে সরকারী বিক্রয় নিষিদ্ধ পণ্য (তেল) অধিক লাভের আশায় ক্রয় করে তার নিজ বাড়ীতে মজুদ করেছিল।
ধৃত আসামী দীর্ঘদিন ধরে সরকারী বিক্রয় নিষিদ্ধ পণ্য (তেল) কালোবাজারী করে আসছে। উপরোক্ত ঘটনায় নাটোর সিংড়া থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন ।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স