বাংলাদেশ যুব ছায়া সংসদের রাজশাহী বিভাগীয় অধিবেশন অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
আপলোড সময় :
০৪-০২-২০২৪ ০২:০০:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০২-২০২৪ ০২:০০:৪৯ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: ৩ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ যুব ছায়া সংসদের রাজশাহী বিভাগীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীন’স কমপ্লেক্স কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ‘
বরেন্দ্র অঞ্চলের পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় যুব অংশগ্রহণ’ এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহী বিভাগীয় যুব ছায়া সংসদ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক রুকসানা বেগম, রাজশাহীর উপ-আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক শেখ মোহাম্মদ জাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ছায়া সংসদের বাংলাদেশ ইয়ুথ প্লেজের প্রোগ্রাম এসোসিয়েট আমান্না জাহান বিভা।
যুবদের মধ্যে নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি, তারুণের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রণোদরা সৃষ্টির উদ্দেশ্যে মহান জাতীয় সংসদের আদলে ২০১৪ সাল থেকে যুব ছায়া সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবজাগরণ ফাউন্ডেশনের সহ আয়োজনে, গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) এর পৃষ্ঠপোষকতায় এটি পরিচালিত হচ্ছে। রাজশাহী বিভাগের ৩৯টি আসনের ২৩ জন শিক্ষার্থী এই বাংলাদেশ যুব ছায়া সংসদের বিভাগীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স