আলতাফ হোসেনের সহধর্মিণী শহরবানু‘র মৃত্যুতে রাসিক মেয়রের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৯-০২-২০২৪ ০৬:১০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০২-২০২৪ ০৬:১০:৩৫ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: ৯ ফেব্রুয়ারি ২০২৪ নগরীর হড়গ্রাম রাণীদীঘি এলাকার বাসিন্দা ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেনের সহধর্মিণী মোছাঃ শহরবানু‘র (৬৭) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়। শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে শুক্রবার বাদ জুম্মা হড়গ্রাম নতুনপাড়া ঈদগাহ মাঠে মরহুমা শহরবানু‘র জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জানাযায় আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন শহরবানু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স