ঢাকা টেস্টে আফগানের বিপক্ষে বড় জয়ের লক্ষ্যে বাংলাদেশ
সোনালী রাজশাহী ডেস্ক
আপলোড সময় :
১৭-০৬-২০২৩ ১২:১৯:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-০৬-২০২৩ ১২:২২:৪৩ পূর্বাহ্ন
ঢাকা টেস্ট, আফগানিস্তান - বাংলাদেশ
নিউজ ডেস্ক : ঢা কা টেস্টে আফগানিস্তানকে ৬৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৬৬২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪৫ সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান।
জয়ের জন্য এখনো ৬১৭ রান প্রয়োজন আফগানদের। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট। ৬৬২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে আফগানরা। ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে সাজঘরে ফেরান শরিফুল। এলবিডব্লিউ আউট হন আফগান ওপেনার।
স্কোরবোর্ডে রান যোগ করার আগেই উইকেট হারায় আফগানিস্তান। ইব্রাহিমের বিদায়ের পর ক্রিজে আসেন রহমত শাহ। এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট নেন তাসকিন। আরেক আফগান ওপেনার আব্দুল মালিককে আউট করেন তিনি। এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রহমত শাহ। তবে তাসকিন আহমেদের বাউন্ডার আঘাত হানে শাহিদির মাথায়। শেষে পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাকে। এরপর ক্রিজে আসেন নাসির জামাল। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৪৫ রান নিয়ে দিন শেষ করে আফগানিস্তান। রহমত শাহ ৩২ বলে ১০ ও নাসির জামাল ১৫ বলে ৫ রানে অপরাজিত আছেন
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স