1. জাতীয়
  2. রাজনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বিনোদন
  6. তথ্যপ্রযুক্তি
  7. সারাদেশ
  8. ক্যাম্পাস
  9. গণমাধ্যম
  10. ভিডিও গ্যালারী
  11. ফটোগ্যালারী
  12. আমাদের পরিবার
ঢাকা , মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কনসার্টে অরিজিতের দিকে নিজের পোশাক খুলে ছুড়লেন নারী

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ২৪-০২-২০২৪ ১২:৪৮:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৪ ১২:৪৮:৫৭ অপরাহ্ন
কনসার্টে অরিজিতের দিকে নিজের পোশাক খুলে ছুড়লেন  নারী

কনসার্টে অরিজিতের দিকে পোশাক খুলে ছুড়লেন নারী, ভিডিও ভাইরাল হয়েছে । নিজ দেশ ভারত ছাড়াও অরিজিৎ সিংয়ের কণ্ঠ ছড়িয়ে গেছে সারাবিশ্বে।


সেই অরিজিৎ সিংকে চোখের সামনে পেয়ে ভক্তদের অনেকেরই আবেগ নিয়ন্ত্রণ করা মুশকিল। বলা যায়, এ শিল্পীর গানে মুগ্ধ দর্শক শ্রোতারা। তার গান মানেই সুরের মূর্ছনা। এমন পরিস্থিতিতে ভক্তরা কতই না কাণ্ড ঘটিয়ে বসেন। যার হাজারো উদাহরণ রয়েছে।

এতদিন ভক্তরা অরিজিৎ সিংয়ের হাত টেনেছেন, জড়িয়েও ধরেছেন; আর এবার তো এক নারী অনুরাগী অরিজিতের লাইভ কনসার্টে গায়ের টপ খুলে গায়কের দিকে ছুড়ে মারেন। সম্প্রতি নেপালের এক কনসার্টেই ঘটেছে এমন কাণ্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ভক্তদের দেয়া খাতা, ডায়েরি, এমনকি গিটারেও পর পর অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন অরিজিৎ সিং। হঠাৎ মঞ্চে উড়ে এসে পড়ল এক নারীর ট্যাঙ্ক টপ। প্রথমটায় নজর এড়িয়ে যায় গায়কের। কিন্তু চোখে পড়তেই অরিজিৎ সিং যা করলেন, তা আপাতত নেটপাড়ার চর্চায়।

ওই নারী অনুরাগীর ট্যাঙ্ক টপ স্টেজ থেকে হাতে করে তা মেলে ধরেন অরিজিৎ। তার চোখেমুখে লজ্জা স্পষ্ট। তবে স্পোর্টিংভাবে বিষয়টি নিয়ে, তার মধ্যেই অটোগ্রাফ দিয়ে দিলেন শিল্পী। আর সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ