রাজশাহীতে মামলা তদন্ত ও প্রতিবেদন দাখিলে ত্রুটি বিচ্যুতি নিরূপণ এবং সংশোধনের উপায় শীর্ষক ওয়ার্কশপ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৪-০২-২০২৪ ০৮:০৬:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০২-২০২৪ ০৮:০৬:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, রাজশাহী : পিবিআই রাজশাহী জেলায় “মামলা তদন্ত ও প্রতিবেদন দাখিলে ত্রুটি বিচ্যুতি নিরূপণ এবং সংশোধনের উপায়” সংশ্লিষ্ট বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ শে ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীর আয়োজনে তাদের কার্যালয়ে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। রাজশাহী পিবিআই এর পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মনিরুল ইসলামের সঞ্চালনায় ওয়ার্কশপে মূখ্যে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,
রাজশাহীর বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সাইফুল ইসলাম। ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুব আলম। তাঁদের এই ওয়ার্কশপে মূখ্য আলোচক হিসেবে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলা তদন্ত, সাক্ষ্য গ্রহণ, নির্ভুল পুলিশ রিপোর্ট দাখিলে ত্রুটি বিচ্যুতি নিরূপণ ও সংশোধনে করণীয় সম্পর্কে তথ্যবহুল ও জ্ঞানগর্ভ আলোচনায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তাঁদের এই দিক নির্দেশনা নিঃসন্দেহে পিবিআই’র প্রত্যেক তদন্তকারী কর্মকর্তার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে এবং পিবিআই’র তদন্তের মান বৃদ্ধিতেও সহায়ক হবে বলে কর্তৃপক্ষ মনে করেন।
এসময় ওয়ার্কশপে অংশগ্রহণকারী হিসেবে পিবিআই রাজশাহী জেলার তদন্তকারী কর্মকর্তাগণরাও উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স