অজ্ঞাত আহত অজ্ঞান ব্যাক্তির সন্ধান চায় বেলপুকুর থানা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৫-০২-২০২৪ ১১:৩৩:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০২-২০২৪ ১১:৩৩:৪৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর বেলপুকুর ( আরএমপি) থানার সামনে থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক আহত ব্যাক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে বেলপুকুর থানার সামনে থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করে বেলপুকুর থানা পুলিশের সাব ইন্সপেক্টর শরিফুল ইসলাম জানান রাত সোয়া চারটার দিকে থানার সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যাক্তি আহত হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
বর্তমানে আহত ব্যাক্তি রামেকের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার শরীরে কালো সাদা ও লাল মিশ্র রংয়ের ছুইটার ও জিন্স প্যান্ট পরে ছিলো। চিকিৎসা চললেও এখনো জ্ঞান ফেরেনি৷ জ্ঞান না ফেরায় নাম ঠিকানা কিছু জানতে পারেনি পুলিশ।
তাই কেউ চিনে থাকলে বেলপুকুর থানা পুলিশকে তাৎক্ষণিক জানানোর অনুরোধ জানান এস আই শরিফুল ইসলাম। মোবাইলঃ ওসি, 01320-061679 ডিউটি অফিসারঃ 01320061686 এস আই শরিফুল ইসলামঃ 01320061692
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স