নিউজ ডেস্ক : চা পাইনবাবগঞ্জে পাথর বোঝায় ট্রাকচাপায় আরাফাত হোসেন নামে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাত একই উপজেলার ঢোড়বোনা গ্রামের মো. নাঈম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিশু আরাফাত ইজিবাইকে মায়ের সঙ্গে হরিনগর নানার বাড়ি যায়। এ সময় শিশুটি তার নানাকে দেখে ইজিবাইক থেকে নেমে দৌড় দেয়। এমন সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
"সোনালী রাজশাহী " এর সর্বশেষ খবর পেতে ক্লিক করুন http://sonalirajshahi.com
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশকে খবর দেয়। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারী। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।