আল্লামা লুৎফুর রহমান মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৩-০৩-২০২৪ ০৯:২৪:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৪ ০৯:২৪:১৬ অপরাহ্ন
জনপ্রিয় ইসলামি বক্তা আল্লামা লুৎফুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩ মার্চ) দুপুর ২টা ৫৪ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি রাতে তার ব্রেনে একটি অপারেশন করা হয়। এরপর আর জ্ঞান ফেরেনি মাওলানা লুৎফুর রহমানের। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফুর রহমান। এরপর তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি ব্রেন স্ট্রোক করেছেন বলে জানান চিকিৎসকরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।
আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা হিসেবে পরিচিত। স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশেও তার পরিচিতি রয়েছে। ব্যক্তিজীবনে তিনি ৫ কন্যা ও ২ ছেলের জনক। আল্লামা লুৎফুর রহমান ১৯৪০ সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি রাজখালি আলিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স