নারীদের অগ্রযাত্রা ও কাজের পরিবেশ তৈরি করেছেন বঙ্গবন্ধু কন্যা : খাদ্যমন্ত্রী
আপলোড সময় :
০৮-০৩-২০২৪ ০৫:১০:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৪ ০৫:১০:২৪ অপরাহ্ন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান বিশ্বে নারীদের অবস্হান মজবুত করতে নারীদের অর্থনৈতিকভাবে মুক্তির মাধ্যমে সাবলম্বী হতে হবে। নারীর ক্ষমতায়নের মূল শক্তি তারা নিজেরাই।
শুক্রবার সকালে নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালী এসব কথা বলেন তিনি। নারীদের অবস্থান মর্যাদায় প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজন নারী রয়েছেন। বর্তমানে নয় জন নারী সচিব দায়িত্ব পালন করছেন। মহান সংসদে স্পিকারের দায়িত্বও পালন করছেন একজন নারী।
মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে নারীর সংখ্যা অর্ধেক নয় বরং অর্ধেকেরও বেশি। ভোটার তালিকা দেখলে সেটা স্পষ্ট হয়ে যায়। নারীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে নারীদের অগ্রযাত্রার পরিবেশ তৈরি করে দিয়েছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কিছু অশুভ শক্তি নারীদের পিছিয়ে দিতে চায়। অশুভ শক্তিকে পরাজিত করে উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হতে নারীদের প্রতি আহবান জানান খাদ্যমন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম প্রমুখ। এর আগে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স