নিয়ামতপুরে হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১২-০৩-২০২৪ ০৯:০০:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৩-২০২৪ ০৯:০০:৪২ অপরাহ্ন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ব্যক্তি মালিকানাধীন ৩ হাসপাতাল ও ক্লিনিককে ২৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে হাসপাতাল ও ক্লিনিক অপরিষ্কার, ওটিতে অব্যবস্থাপনা, লাইসেন্স নবায়ন না থাকা ও ল্যাব টেকনিশিয়ান না থাকায় এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট রূপম দাস।
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসন বদ্ধপরিকর। স্বাস্থ্য অধিদপ্তর সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জয়ন্ত কুমার ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে উপজেলা সদরের স্কয়ার প্লাস ডায়াগনস্টিক ও ডায়াবেটিস সেন্টারকে ১৫ হাজার, শোভা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার ও দারুসসালাম হাসপাতালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স